কটকটি পটপটি

শুভশ্রী রায় শুভশ্রী রায়

কিশোরীর নাম ভিন ধরণের ওগো একদম কটকটি
মিষ্টি চেহারা স্বভাবে বড়ই চঞ্চল সে গো ছটছটি
সখীদের নিয়ে নদীর ওপর চাপিয়াছিল সে ভটভটি
ঝুঁকে কিছু দেখতে গিয়ে জলে সে পড়ল হটহটি
ছিল এক সাহসী তরুণ ঝাঁপিয়েছিল সে চটচটি
তারপরে কোনো কিছু কী হয়ে গিয়েছিল ঘটঘটি?
কিছু কথা কারা বলেছিল বুঝি কানেকানে রটরটি
এখন এক সাথে সংসার-সাগরে সাঁতরায় গটগটি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন