আমার পুষি বেড়ালটা না অতিরিক্ত ন্যাকা
সেও এখন ভোর থেকেই থাকতে চায় একা
সেও বলছে ছড়া লিখবে খাতায়
ছড়িয়ে দেবে ছন্দ পাতায় পাতায়
ছড়াকার বিল্লি এমন কার যে আছে দেখা!