লিমেরিক শান্ত পুষি
লিখেছেন - শুভশ্রী রায়
আমার পুষি বেড়াল এখন দেখার মতো শান্ত
আগে আগে কোথার থেকে ইঁদুর ধরে আনত
আমি রেগেমেগে ধমক দেবার পরে
এখন সে আর কোথায় ইঁদুর ধরে?
বরং কীর্তন গায় এবং বলে পড়বে বেদান্ত।
আমার পুষি বেড়াল এখন দেখার মতো শান্ত
আগে আগে কোথার থেকে ইঁদুর ধরে আনত
আমি রেগেমেগে ধমক দেবার পরে
এখন সে আর কোথায় ইঁদুর ধরে?
বরং কীর্তন গায় এবং বলে পড়বে বেদান্ত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন