মেঘ-হাঁটা

শুভশ্রী রায় শুভশ্রী রায়

চল হয়ে যাক সুখে, হাসিমুখে নেফেলিবাটা!
আনন্দে হাল্কা হয়ে মেঘের ওপর দিয়ে হাঁটা
মেঘের হৃদয়টি নিয়ে তুলতুলে নাড়া ও ঘাঁটা
অনেক অনেক নিচে পড়ে থাক দুঃখের কাঁটা!

মেঘেদেরই শোনাব এ জীবনের সমস্ত কাব্য
এখানে তো কবিতা ও গল্প মেঘেদেরই শ্রাব্য
না হয় দুঃখকষ্ট নিয়ে সামনের জন্মেই ভাবব
একটি হাজার বছর পরে আমি নিচে নাবব!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন