আমার একটা মেঘরঙা শাড়ি সাধ করে চাই!
কোন জাদু থেকে আমি তেমন মেঘশাড়ি পাই?
মেঘের কথাই মনে এসে যাবে দেখলে শাড়িটা
মনে হয় যাব মেঘেদের দেশে, টানা সে পাড়িটা!
আরো চাই বৃষ্টি মাখানো একটা নরম পোষাক
বরষা আমাকে সেই বিপণীর ঠিকানা পাঠাক।
গায়েতে থাকুক মেঘলা কামিজ, মেঘের ওড়না
তারপরে মন বৃষ্টি হয়েই রিমঝিম করে ঝর না!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন