মেঘমল্লার
শুভশ্রী রায়
মেঘ চেয়েছিলাম, সাথে এল বৃষ্টি!
পুড়ে যেতে যেতে বেঁচে গেল সৃষ্টি।
মেঘ রং কালো তার,স্বভাবে সজল
যত পারে গেয়ে চলে বরষা গজল
মেঘ তো চাই চাই, বৃষ্টিও সাথে তার
বরুণদেবের কাছ থেকে মেঘমল্লার!
পুড়ে যেতে যেতে বেঁচে গেল সৃষ্টি।
মেঘ রং কালো তার,স্বভাবে সজল
যত পারে গেয়ে চলে বরষা গজল
মেঘ তো চাই চাই, বৃষ্টিও সাথে তার
বরুণদেবের কাছ থেকে মেঘমল্লার!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন