শুভশ্রী রায়

কবিতা - ম্যাও ও মৌ

লেখক: শুভশ্রী রায়
ধরণ: ছড়া

মৌএই সোনামানিক ম্যাও!
ছুটে মায়ের কাছে আও।
ম্যাওআমার সময় কোথায়?
কাজ আছে হাত-পায়!
মৌশুনি কেমন সেই কাজ
বেশ চলছে তোমার রাজ।!
ম্যাওএখন চিবোতে হবে মাছ
বিল্লির সেটাই বড় কাজ
মৌআমার কাছে একটু আয়
মনটা তোকেই বড় চায়।
ম্যাওথামাও তোমার নাকী গান
ফেটে যাচ্ছে আমার কান
মৌবাবা! ঘোর আদুরে বিল্লি
কথা বলিস বড়ই চিল্লি!
ম্যাওপ্লিজ চুপ করো না মাম্মা!
মানো ছড়া লেখার ধম্মা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন