মিল অন্ত নয়

শুভশ্রী রায় শুভশ্রী রায়

সময়ের চোখ ঘুমিয়ে আছে
তবু স্বপ্ন নিজের মতো বাঁচে
এ দিকে প্রয়াস ঝিমিয়ে পড়েছে
ও দিকে জীবন উন্মুখ হয়ে রয়েছে।
সে কী, কী করে হয় এখনো?
শোনো, জীবন এ সব ঘরোয়া
ছোট খাটো অন্ত্যমিলের পরোয়া
এবং টরোয়া করে না কখনো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন