মিস নলম নলম

শুভশ্রী রায় শুভশ্রী রায়

আমি হচ্ছি স্যান্ডি খরগোশ, মিস নলম নলম!
মায়ের সমস্ত দুখ আর ক্ষতের ওপর মলম
কত কাগজ, পোষাক কেটে ক্ষতিও করি চরম
তবু আমায় দেখে মায়ের হয় না মেজাজ গরম
আসলে মাম্মা যে আমায় ভালোওবাসে পরম
কে না জানে, ভালোবাসাই সবার বড় ধরম?
ভালোবাসার বলেই আমার মা আমায় বোঝে
বেশি শান্ত দেখলে আমায় তারও কারণ খোঁজে
চিন্তা করে, তুলতুলেটার পেটব্যথা হয়নি তো?
আমায় নিয়েই ভেবে মা ঘুমোয় না রাত শত।
আমি মৌ নামে এই মাম্মার দুটি চোখের মণি
মায়ের আমি ভীষণ প্রিয় সোনা-সুখের খণি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন