হৃদয়ে হামলা করেছে বামেবামে ডাকাতমশাই
হিয়ার হয়েছে তার জেরে মৌমৌ কাহিল দশাই
খবরের সরগরম শিরোনাম হইতে সারাংশ হয়ে
ঢুকেছে হৃদয়ের দু’টি অলিন্দ ও দুখানা নিলয়ে
ঢাকুরিয়ার কমরেড সুপুরুষ, সুরসিক, সুকঠিন,
ডাকাত এমনটাই যে বেড়ে গ্যাছে হৃদয়ের ঋণ !