মন্দের ভালো

শুভশ্রী রায় শুভশ্রী রায়

সব মিলিয়ে অসহ্য, ঠিকের চেয়ে বেশি ভুল কে জানে কাকে ভোলাতে!
পরিচালক অদৃশ্য তবে গড়বড় করতে আমারও অবদান কম নয়,
গোড়া থেকে শুরু করলে যদি একই নকশা ফের...দরকার নেই;
মন্দের ভালো- আমার এ আনাড়িজন্ম বেদম হাসির খোরাক নিশ্চয়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন