মোটর মর মরিয়া
শুভশ্রী রায়
রাস্তায় মোটরগাড়ি তরতরিয়া
ছোটাছুটি তাদের ছড়ছড়িয়া
তারা বড় ধৈর্যহারা ফরফরিয়া
কে জানে গরগরড় গড়গড়িয়া
যায় কোন সে চুলোয় চরচরিয়া।
রাস্তায় মোটরগাড়ি মর-মরিয়া
লোকের চোখে ধুলো কড়কড়িয়া
রাস্তা জুড়ে ঘোরাঘুরি ঘরঘরিয়া
যায় বেসুরো ধুন কিছু খরখরিয়া
একটার পর একটা পরপরিয়া।
ছোটাছুটি তাদের ছড়ছড়িয়া
তারা বড় ধৈর্যহারা ফরফরিয়া
কে জানে গরগরড় গড়গড়িয়া
যায় কোন সে চুলোয় চরচরিয়া।
রাস্তায় মোটরগাড়ি মর-মরিয়া
লোকের চোখে ধুলো কড়কড়িয়া
রাস্তা জুড়ে ঘোরাঘুরি ঘরঘরিয়া
যায় বেসুরো ধুন কিছু খরখরিয়া
একটার পর একটা পরপরিয়া।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন