রাস্তায় মোটরগাড়ি তরতরিয়া
ছোটাছুটি তাদের ছড়ছড়িয়া
তারা বড় ধৈর্যহারা ফরফরিয়া
কে জানে গরগরড় গড়গড়িয়া
যায় কোন সে চুলোয় চরচরিয়া।
রাস্তায় মোটরগাড়ি মর-মরিয়া
লোকের চোখে ধুলো কড়কড়িয়া
রাস্তা জুড়ে ঘোরাঘুরি ঘরঘরিয়া
যায় বেসুরো ধুন কিছু খরখরিয়া
একটার পর একটা পরপরিয়া।