শুভশ্রী রায়

কবিতা - মুচমুচে অভিযোগ

লেখক: শুভশ্রী রায়

সে অঘটন ছিল বৃষ্টির সই
সারাটা শহর জল থই থই
কমরেড সারা দিন টইটই
ঘোরাঘুরি রাজনীতিগত
যেমন তিনি শুখো বা বৃষ্টি
সমস্ত সময়ে করেন সতত।
তারপরে প্যান্ট গুটিয়ে
সোনার দোকান ভরা
চকচকে হৈ হৈ বাজারে
দলের অফিসে যাওয়া।
অবশ্য মৌসুমীও গিয়েছিল
ছুটিয়ে দামী গাড়ি-হাওয়া!
শেষমেশ দুজনে মিলে
চা ও পাঁপরভাজা খাওয়া
হয়তো বা সঙ্গে ছিল
দু’চারটে বাম-মাতোয়া।

খালি আমারই হল না
সঙ্গগুণে অমৃতসম সেই
চা-পাঁপড়ের ভাগ পাওয়া।
দেব দেব কমরেড,
এটা কি সুবিচার হুয়া?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন