মুখবই
শুভশ্রী রায়
কে কার ভালোবাসা কে কার নত প্রেমিক
কে কাকে পুজো করে কে কার ইকনমিক
কে কার সেরা নেশা কে কার পুরো পেশা
কে কার চেরা জিভ কে কার হৃৎশ্রমিক
সবই জানতে পারি অথচ সবটা স্পষ্ট না
নিজেকে ছড়িয়ে দেওয়া এ মুখে কষ্ট না
তবু কে কার সবটুকু কে কার বিনোদন
এ মায়া ঘোরাবে খুবই, সহজে সৃষ্ট না।
কে কার আরাম আর কে কার দুর্গতি
ওপরে শখপ্রেমিক ভেতরে ঘোর পতি
কে কার স্বপ্ন আর কে কার শুখা জমি
কে কার খুব প্রিয় বা বিরোধে সম্প্রতি?
সবই বেরিয়ে আসে কিন্তু খালি আভাস
নেটের দুনিয়া জুড়ে মুখের মায়া আবাস
কে কার কী আর কে কার কী যে নয়
মানবজমিনের ওপর ধাঁধার চরম চাষ!
কে কাকে পুজো করে কে কার ইকনমিক
কে কার সেরা নেশা কে কার পুরো পেশা
কে কার চেরা জিভ কে কার হৃৎশ্রমিক
সবই জানতে পারি অথচ সবটা স্পষ্ট না
নিজেকে ছড়িয়ে দেওয়া এ মুখে কষ্ট না
তবু কে কার সবটুকু কে কার বিনোদন
এ মায়া ঘোরাবে খুবই, সহজে সৃষ্ট না।
কে কার আরাম আর কে কার দুর্গতি
ওপরে শখপ্রেমিক ভেতরে ঘোর পতি
কে কার স্বপ্ন আর কে কার শুখা জমি
কে কার খুব প্রিয় বা বিরোধে সম্প্রতি?
সবই বেরিয়ে আসে কিন্তু খালি আভাস
নেটের দুনিয়া জুড়ে মুখের মায়া আবাস
কে কার কী আর কে কার কী যে নয়
মানবজমিনের ওপর ধাঁধার চরম চাষ!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন