নাম কা ওয়াস্তে
শুভশ্রী রায়
নাম একটা আছে বটে আমার
তবে আমি কোনো নামী মানুষ নই,
নাম কেনার দৌড়ে নেই আমার নাম
বরঞ্চ হতে চাই কয়েক পাতার বই!
কেমন সে বই? ওই সেই, কবিতারই!
একটু গভীর এট্টু হাল্কা, মাখানো খুশি
ছড়ারও হতে পারে, বেশী তো নয় দৌড়
জীবনটাকে ছান্দিক করার জন্য দোষী।
তবে আমি কোনো নামী মানুষ নই,
নাম কেনার দৌড়ে নেই আমার নাম
বরঞ্চ হতে চাই কয়েক পাতার বই!
কেমন সে বই? ওই সেই, কবিতারই!
একটু গভীর এট্টু হাল্কা, মাখানো খুশি
ছড়ারও হতে পারে, বেশী তো নয় দৌড়
জীবনটাকে ছান্দিক করার জন্য দোষী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন