শুভশ্রী রায়

কবিতা - নাম-পদবী পরিচয়

লেখক: শুভশ্রী রায়

হে প্রভু হে সুউচ্চ অদৃশ্য বিচারক
মায়ের দেওয়া নামটিকে অনেক দিন
খোলসের মতো মনে হ’ত আমার।
আজ মনে হয়, হয়তো এ নাম
একেবারে মিথ্যা নয়।
অফুরান ব্যথার মূল্যে এই নাম
কিছুটা সার্থক হয়েছে।

আঘাতে আঘাতেই জেগেছে
ভেতরের যা কিছু শুভ
না হলে ঘুমিয়ে থাকত আমরণ।

ভালোবাসার দেওয়া কষ্টে ধিকিধিকি
পুড়ে গিয়েছি,
যদি কোনো শ্রী এসে থাকে,
অন্তরে জ্বলন্ত অঙ্গারজাত
আলোর সাথী হয়েই এসেছে।
তার বেশি শ্রী নয়।

নিজের নাম সম্পর্কে
আমার আত্মা নেয় এটুকু নির্ণয়।

বাকিটা তোমার হাতে, প্রভু।
এ নামকে কলঙ্ক কতটা খায়
কতটা চিতার আগুন
সময়ে বা অসময়ে,
তুমিই দেবে চূড়ান্ত রায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন