আমি এমন একটা ভুল যা ঘটে গ্যাছে,
এমন একটা কাহিনী যা রটে গ্যাছে,
আমি এমন একটা ঘুম যা চটে গ্যাছে,
এমন একটা ধাঁধাঁ যার উত্তর জোটে না যে!
আমি এমন একটা আঘাত দেওয়ালে মাথা
কোটে না যে।
আমি এমন কবিতা যা দেশের মনোযোগ
লোটে না যে।
আমি এমন বিশ্রী কিছু লোকমতে যা একটাই
মোটে আছে।
আমি এমন একটা কুঁড়ি যা ভালোয় ভালোয়
ফোটে না যে।
ফোটে অনাদরে তবু পাপড়িগুলো ইচ্ছুক
শুকোতে না যে।
আমি এমন একটা কবিতা কোনো মতেই গদ্য হতে
রাজী না যে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন