আপনভোলা দেব-দেব কমরেড ছাড়া
আজ নয়, অনেক বছর, শুভ শ্রী হারা।
ওরে নির্বোধ শুভ, অবুঝ নিদ্রা থেকে জাগ!
দল দেবে না তোকে কখনোই তার ভাগ।
তাছাড়া নিজের স্বত্ব ছাড়বে না মৌসুমী বায়ু
যদি বা কমেও যায় তোর বিচ্ছিরি আয়ু।
তুই কষ্ট পা, কেঁদেই যা খালি, অতএব!
এর অর্ধেক কষ্ট কী পায় নির্বিকার দেব-ও?
না , তোকে না দেখে পায় না সে কোনো কষ্ট
এ সব ব্যাপারে তার মতামত শক্ত ও স্পষ্ট।
সবচেয়ে বড় রাজনীতি, দল সবচেয়ে আগে
তাই তো সারাটা দিন দলের পিছুপিছু ভাগে
এবং যদি বা কখনো সে লম্বা একটি রাত জাগে
তাও দলেরই কথা ভেবে, নয় শুভ-অনুরাগে।
তাই হৃদয়ের সুপ্রিম কোর্ট দিল আজ রায়
শুভ যেন কমরেডকে কবিতায় অন্তত পায়।
ওরে!হৃদয়ের পেছনে হাঁটা নির্বোধ মেয়ে-কবি!
কত আর আবেগের ঘরে তালা দিয়ে র’বি?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন