পাপিনী

শুভশ্রী রায় শুভশ্রী রায়

শেষ রাতে স্বপ্ন দেখি সর্পিল মিলন অনাবিল
সাপকে আদিম ভালোবেসে পাকেপাকে অনায়াসে জড়িয়েছে কামার্ত সাপিনী।
বিশ্বাস করুন ধর্মের অবতারগণ,
আমিও এরকমই ভালোবেসে একটি পুরুষকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম
কিন্তু পাকেচক্রে হয়ে গ্যাছি পাপিনী।

ভালোবাসায় পাপ ছিল না আমার তবে সামাজিক সীমাও ছিল না
তুুমুল ভালোবাসার সময়ে আমি সংস্কার মাপিনি
চিরশাসক পিতাদের রক্তচক্ষু'র ভয়ে
মানবী'র সহজাত কাম আর ভালোবাসা চাপিনি।
শুধু এই কারণেই দুনিয়ার নিন্দেমন্দ পেয়েছি
স্রেফ মাত্রা ছাড়া ভালোবেসে,
নিজেকে উজাড় করে শেষ রায়ে হয়ে গ্যাছি পাপিনী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন