শুভশ্রী রায়

কবিতা - পুষির ছোট্ট ছড়া

লেখক: শুভশ্রী রায়
ধরণ: ছড়া


বাঁধা আছি পুষিতে
সীমাহীন খুশিতে,
কে পারে দুষিতে?
বাধা পাবে ঘুঁষিতে!


পুষির বন্ধু ভৌ তেজী
বড্ড জ্বালায় সে পাজী!
তবু দোস্তি ভাঙতে অরাজী
ভৌ-এর জন্য রাখে প্রাণ বাজী।


পুষি ছিল পুঁচকি
সোহাগের বুঁচকি!
বড় হয়ে হাসে মুচকি
সাথে নড়ে মুছ্ কী?


পুষি আজ বড় ধীর
লক্ষ্যে বড্ড স্থির,
দুধটাও যে গভীর!
হ’চ্ছে কী জমে ক্ষীর?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন