শুভশ্রী রায়

কবিতা - পুষির জ্বর নিয়ে ছড়া

লেখক: শুভশ্রী রায়

আমার পুষি বেড়ালটার হয়েছে অনেক জ্বর
শিগগিরি সুস্থ তাকে করে তুলুন পশুর ডক্টর
পুষি সোনার ম্যাও এখন কমজোর!
উঠতেও সে পারছে না ভোর-ভোর
বিল্লিটার জন্য আমার চিন্তা হ’চ্ছে নিরন্তর।


জ্বর থেকে ওঠার পর পুষি আমার এখনো দুর্বল
তাকে কাছ থেকেই রাগিয়ে যায় পাখির দলবল
পুষি ভাবছে, ফিরে আসুক গায়ের জোর!
দেবেই দেবে সে এ সব উৎপাতের উত্তর
ঘুচিয়ে দেবে কাক পাখিদের শয়তানি কৌশল।


সেরে গিয়েছে পুষির জ্বর চিন্তা কোথায় আর
এবারে তার মায়ের শরীর লাগছে একটু ভার
পুষি, মায়ের কাছে থাকিস!
দরকার হলে বদ্যি ডাকিস
তবে মাথা ঠান্ডা রাখিস, পাস না ভয় আবার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন