রক্ত মীমাংসা

শুভশ্রী রায় শুভশ্রী রায়

কে থাকবে? কে থাকবে না?

কে থাকবে বলা কঠিন
কিন্তু এটুকু নিশ্চয় বলা যায়,
যে বজ্রমুষ্টিতে ক্ষমতা ধরে রাখতে
ব্যর্থ , সে থাকবে না।
আমি এমন নিরীহ ব্যর্থতা মানব না
কে না জানে
ইতিহাস জুড়েই তো রক্তের আল্পনা।

সদ্বুদ্ধি দিয়ে ক্ষমতা জয় করা যায়,

না যায় না?
আমি অত শান্ত আলোচনায় যাব না
ক্ষমতা ছাড়া আমি নিজেকেও খুঁজে পাব না
গ্রাম থেকে ছোট বড় শহরে পুরো শক্তিতে
ছড়িয়ে দেব রক্তের যোজনা।
ক্ষমতার জন্য নাশকতার কাছে
বারবার নত হ'তে পিছপা হ'ব না।

কে থাকবে, কে থাকবে না
সহজে হ'বে না মীমাংসা।
ঘরেঘরে পাড়ায় পাড়ায়
গুচ্ছগুচ্ছ গ্রাম, সাবেক চন্তীমন্ডপ
সাজগোজহীন নিরালা মন্দির
প্রত্যন্ত মাটির মসজিদ
কিচ্ছু বাকি রাখব না, সর্বত্র
আমি ছড়িয়ে দেব সামূহিক হিংসা।
ভূমির জন্মগত শ্যামলিমাকে আমি
দলীয় বর্ণ দিয়ে ফের রাঙাব
দুশাসনেরা নিশ্চয় করবে প্রশংসা।

একা আমিই থাকব, প্রশ্নহীন শীর্ষে
আমিই আসব ক্ষমতায় ফির সে
শস্যের স্বপ্নে মশগুল গ্রাম
বৈষম্য শিয়রে রেখে ফলন্ত শহর
কোনো জায়গা বাদ দেব না
সব জায়গায় আমজনতার কাছে
যাবে 'দুয়ারে হিংসা' পরিকল্পনা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন