শুভশ্রী রায়

কবিতা - সাংসারিক পুষি

লেখক: শুভশ্রী রায়

আমার পুষি বেড়ালটা না খুবই সাংসারিক পাকা!
খবর লিখেটিখে মাম্মা তার পেয়েছে আশি টাকা
মা-কে বলল, সাবধানে এই টাকা রাখো জমিয়ে
বিনা দরকারে খরচ করে দিও না যেন কমিয়ে
জানি মাগো, ভীষণ কষ্ট করে তোমার বেঁচে থাকা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন