সেই কবে থেকে

শুভশ্রী রায় শুভশ্রী রায়

সেই কবে থেকে আমি অপেক্ষা করছি
কখনো কখনো বৃষ্টির মতো ঝরছি।

সেই কবে থাকে তোমার জন্যে দাঁড়িয়ে;
ভয় লাগে তুমি চলে গেলে না তো ছাড়িয়ে

ভয় লাগে তুমি দেখতে পাওনি আমাকে
হারিয়ে গিয়েছ বিভ্রান্তি'র কোন বাঁকে।

হারিয়ে গিয়েও তবু তো মানুষ ফেরে
কোনো কিছুই নেয়নি আশাকে কেড়ে

কাটে এভাবেই যুগের পরে যুগ অপূর্ণ
জীবন কী দিল, ভেবে দেখি হাত শূন্য।

ক্রমশ একটা সবুজ গাছ হয়ে যাই
ডালপালা হয়,মাটিতে শেকড়ও ছড়াই

গাছের মতো মাটিতে আমিও ছড়িয়ে
আলোয় ছায়ায় সময় যাচ্ছে গড়িয়ে।

এভাবেই থাকি এভাবেই হয়ে গাছ
ফুল এসে যদি কখনো পরায় সাজ ;

আলোকজন্ম আরম্ভ হবে কষ্টের পর
জানি ভালোবেসে সবার জোটে না ঘর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন