সকালে পুষি ও মাম্মা
শুভশ্রী রায়
সকাল হয়ে গেছে, এবারে উঠে পড় তুমি পুষি।
মাম্মা, রাত শেষ বলে আমি মোটে নই খুশি।
বড় ভালো লাগে ঘুমোতে তোমার, তাই না?
হ্যাঁ গো, ঘুম ছাড়া আর কিছুই আমার চাই না।
তাহলে দুধটা আজকে খেও না বরং, খাক ভুলো
কী যে তুমি বলো না মাম্মা, দুষ্টুটা যাক চুলো!
তাই নাকি? তাহলে এবার ছেড়ে দাও দেখি খাট
দুধ খাব আমি আদরের পুষি, তুমি দেবে ঘরঝাঁট।
তারপরে মা বাইরে বেরোবে একটু,তুমি থেক ঘরে
না, না মাম্মা আমিও বেরবো তোমার হাত ধরে!
তা হয় না পুষি, একা যাব,রেখ তুমি পড়া করে। তাহলে আমি কী করব, বই পড়া জোরে জোরে?
চিন্তা কোরো না, সুস্বাদু মাছ নিয়ে আসবই জেন।
সেই সঙ্গে মাম্মা আমার, স্বাদের ক্ষীরও একটু এন!
মাম্মা, রাত শেষ বলে আমি মোটে নই খুশি।
বড় ভালো লাগে ঘুমোতে তোমার, তাই না?
হ্যাঁ গো, ঘুম ছাড়া আর কিছুই আমার চাই না।
তাহলে দুধটা আজকে খেও না বরং, খাক ভুলো
কী যে তুমি বলো না মাম্মা, দুষ্টুটা যাক চুলো!
তাই নাকি? তাহলে এবার ছেড়ে দাও দেখি খাট
দুধ খাব আমি আদরের পুষি, তুমি দেবে ঘরঝাঁট।
তারপরে মা বাইরে বেরোবে একটু,তুমি থেক ঘরে
না, না মাম্মা আমিও বেরবো তোমার হাত ধরে!
তা হয় না পুষি, একা যাব,রেখ তুমি পড়া করে। তাহলে আমি কী করব, বই পড়া জোরে জোরে?
চিন্তা কোরো না, সুস্বাদু মাছ নিয়ে আসবই জেন।
সেই সঙ্গে মাম্মা আমার, স্বাদের ক্ষীরও একটু এন!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন