সকালকে পুজো

শুভশ্রী রায় শুভশ্রী রায়

সকালকে আজ পুজো করব কবিতা দিয়ে
কাব্যই হয়ে উঠুক না শ্লোক
নিবেদন করব সব শুভ চিন্তা নতুন দিনটাকে
মনের নির্নলতাই মন্ত্র হোক।

দেবতাকে আমরা কতটুকু চিনি বা জানি?
রোজ আসে বলে সকাল চেনা
আজকে তার সামনে নত হতে হবে আমাদের
তাও থেকে যাবে আলোকের দেনা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন