সকালকে আজ পুজো করব কবিতা দিয়ে
কাব্যই হয়ে উঠুক না শ্লোক
নিবেদন করব সব শুভ চিন্তা নতুন দিনটাকে
মনের নির্নলতাই মন্ত্র হোক।
দেবতাকে আমরা কতটুকু চিনি বা জানি?
রোজ আসে বলে সকাল চেনা
আজকে তার সামনে নত হতে হবে আমাদের
তাও থেকে যাবে আলোকের দেনা।
সকালকে আজ পুজো করব কবিতা দিয়ে
কাব্যই হয়ে উঠুক না শ্লোক
নিবেদন করব সব শুভ চিন্তা নতুন দিনটাকে
মনের নির্নলতাই মন্ত্র হোক।
দেবতাকে আমরা কতটুকু চিনি বা জানি?
রোজ আসে বলে সকাল চেনা
আজকে তার সামনে নত হতে হবে আমাদের
তাও থেকে যাবে আলোকের দেনা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন