যূথবদ্ধ অনেক চাপা পাপ
বলতে হয় এমন কিছু নয়
কিম্বা ‘যা জানি না তা নিয়ে
কথা বলা ঠিক নয় নিশ্চয়।’
একেবারে ভেতর অবধি লজ্জা
আসলে ব্যাপার অনেক কিছু,
কিন্তু কিছু বলে ফেললেই হানি
নেবে রাজার রোষ তোমার পিছু।
বয়স কত, পিরিত ছিল নাকি
যা যুগ!কে জানে কী ঘটনা
কেউ কিছু বলছে না যদিও
কান পাতছে কত রকম রটনা।
আসলে এসব নতুন কিছু নাকি
দেশ জুড়ে কত ঘটছে রোজ
বিবেক রোজই গভীর ধর্ষিত
সমাজ কেন রাখবে এত খোঁজ?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন