সৌর গাথা

শুভশ্রী রায় শুভশ্রী রায়

তুমি আদিত্য, উজ্জ্বল নক্ষত্র, তুমি সমস্ত প্রাণের জন্মদাতা
সৌর জগতের কেন্দ্র তুমি,আমাদের একমাত্র ত্রাতা!
তুচ্ছ প্রাণী আমি কী করে ব্যক্ত করি সৌর মাহাত্ম্য?
তবু যত সাধ্য লিখি যদিও জানি তা হবে না যথার্থ।
ধরা থেকে তুমি আছ নশো তিরিশ লাখ মাইল দূরে
আরো কাছে নও তো কী, এতেই যাই কিছুটা পুড়ে!
বিশাল নক্ষত্র তুমি এক, শুধু গ্যাস তোমার ভেতরে
দৃঢ় কোনো ভূপৃষ্ঠ নেই তোমার অতি উষ্ণ অভ্যন্তরে
তোমার ব্যাস এ পৃথিবীর একশো নয় গুণ, ব্যাপক
ভর ধরার তিন লাখ তিরিশ হাজার গুণ, বিস্ময়জনক
কেন্দ্রে তোমার হ'চ্ছে অহোরহ নিউক্লিয়ার ফিউশন
হাইড্রোজেন হয়ে যাচ্ছে হিলিয়াম, প্রক্রিয়া উত্তপ্ত ভীষণ
ফিউশন চলাকালীন কিছু ভর শক্তিতে রূপান্তরিত
পৃথিবীতে আসে আলো আর উষ্ণতা রূপে, হয় হিত
তোমার বৈশিষ্ট্য শত শত, বিস্ময় উদ্রেককারী অভাবনীয়
হে সূর্য, হে প্রাণের স্থপতি, তোমার আশিস আমাদের দিও।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন