শুভশ্রী রায়

কবিতা - সৃজনের জন্য

লেখক: শুভশ্রী রায়

লেখনী আমার যে দিন হয়ে যাবে বন্ধ
সেই দিনই যেন মৃত্যু হয়ে যায়, ঈশ্বর!
আমার কোনো প্রার্থনাই শোনোনি তুমি
এই কথার পরে কিন্তু থেক না নিরুত্তর।

সৃজনবিহীন জীবন জমাখরচের খাতা
গতানুগতিকতার সঙ্গে আবাস ভয়ঙ্কর!
মরূর থেকেও কলম সৃষ্টি করুক প্রাণ,
সৃজন যেন বিনা বাধায় পারি নিরন্তর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন