স্রোতে স্রোতে সংশয়

শুভশ্রী রায় শুভশ্রী রায়

প্রায় সব কিছু ভেঙ্গে গ্যাছে, যে টুকু এখনো অটুট
মূলত বিশ্বাসে ভর দিয়েই, তর্ক নয় কোনো কূট।
ভাঙন দেখে নদীও পেয়ে গ্যাছে ভয় আবছায়া
সে যা ভাঙেনি তার পাশ দিয়ে কেন বয়ে যাওয়া!
গঠনের বিরাট যজ্ঞ এবং ভেঙ্গে দেওয়া বারবার
সহস্র সহস্র যুগ যুগ ধরে পুরোটাই দায় ছিল তার
সম্প্রতি মানুষ কেড়েছে তার পূত জলজ অধিকার।

অথচ এ সভ্যতা নদীমাতৃক,সব ধ্বংস হয়ে গেলে
মৃত্যুশোক সঙ্গে জনপদ তার গর্ভে আশ্রয় নিলে
পুণ্যসলিলাকেই অনন্তের স্রোতে নিতে হবে দায়
নীতিহীন ভূমির ওপর ভাগীরথী ভয়ে বয়ে যায়।
দুপাশে ভাঙন মূলত, ছড়িয়ে পড়ে ক্ষয় শুধু ক্ষয়
আতঙ্কিত জাহ্নবী এ পার ও পার ভয়ে ভয়ে বয়।
ঘোলাটে স্রোতে কী ভাসে, পুণ্য না পাপ? সংশয়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন