সূর্যদেব কোথায় তোমার রথ?
সামনে এস
আমাদের হারিয়ে গেছে পথ।

তুমিই এখন ভরসা আর আশা
রিক্ত সভ্যতা,
তোমার মাঝে সব আস্থার বাসা!