টিয়ারং ছোট্ট একটা মায়াদ্বীপের নাম
সমুদ্দুরের নীল চিঠির সবুজ রঙের খাম!
রূপকথাকেও হার মানায় রঙের ভূমি এমন
একটিবারও দেখলে ছবি করবে মন কেমন।
ইচ্ছে করে ভেলায় ভেসে মায়ার দ্বীপে যাব,
শুকনো ডাঙায় জন্মে সেই সুযোগ কী পাব?
আপাতত কবিতাতেই নিই না তাকে খুঁজে,
কী হবে জলযাত্রার হিসেবটিসেব বুঝে!