শুভশ্রী রায়

কবিতা - টুনটুনি ও পিঁপড়ের ছড়া

লেখক: শুভশ্রী রায়
ধরণ: ছড়া

(১)
ওরে ️আমার ছোট্ট সোনা সুরেলা টুনটুনি!
শুনিয়ে যা আমাকে তোর মধুর গুনগুনি,
মিঠে আওয়াজ আজকাল কতটুকু শুনি?
কাছে আয়, তুই আমি সুরের বাসা বুনি।

(২)
ওরে আমার ছোট্ট পিঁপড়ে খুকী
অনেক দিন দেখিনি তোর মুখই,
কাছে আয়, মুখে নিয়ে যা চিনি,
আর কী ভাবে মনটা তোর কিনি?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন