টুকটুকে নতুন দিনটা
শুভশ্রী রায়
টুকটুক করে নতুন দিনটা তো এসে পড়ল
এবার কী করি আমরা? নতুন ঢুকে গেছে ঘরে,
তাকে স্বাগত জানাই, যদিও সে
আমাদের আপ্যায়নের থোড়াই তোয়াক্কা করে!
এসেছে অতিথি জীবনে, চব্বিশ ঘন্টার বেশী
থাকবে না, তার সম্মানে কিছু একটা করি?
দূর, সাধ্য কতটুকু আমাদের!
বরঞ্চ তার খাতিরে আনকোরা এক ছড়া গড়ি।
এবার কী করি আমরা? নতুন ঢুকে গেছে ঘরে,
তাকে স্বাগত জানাই, যদিও সে
আমাদের আপ্যায়নের থোড়াই তোয়াক্কা করে!
এসেছে অতিথি জীবনে, চব্বিশ ঘন্টার বেশী
থাকবে না, তার সম্মানে কিছু একটা করি?
দূর, সাধ্য কতটুকু আমাদের!
বরঞ্চ তার খাতিরে আনকোরা এক ছড়া গড়ি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন