ভার্চুয়াল
শুভশ্রী রায়
স্বপ্ন নেই অতএব বেশি দুঃখ পাওয়ার ভয় নেই।
মজ্জা পর্যন্ত লজ্জা পাওয়ারও সুযোগ নেই
অন্তরঙ্গতা থাকলেও নৈকট্য গরহাজির
তবু না দেখে কষ্ট হয়,
দেখা হ'লে স্বস্তি অনেক
যদিও এই দেখা, না দেখা দু'টোই
তরঙ্গের তালমিল কিন্তু বাস্তব।
ভার্চুয়াল প্রমাণ করে দিয়েছে
যা নেই তাও আসলে খুব বেশি আছে
অন্য মাত্রায়।
এই সব যা আমরা করি দিনরাত
মুঠো মুঠো তরঙ্গের কারবার,
বুঝিয়ে দিয়েছে আবার
সম্পর্কের আরেকটা নাম মায়া,
মুঠোয় এসেও পাশে আসে না
তবু না পেলে ব্যথায় মুচড়ে ওঠে কায়া।
মজ্জা পর্যন্ত লজ্জা পাওয়ারও সুযোগ নেই
অন্তরঙ্গতা থাকলেও নৈকট্য গরহাজির
তবু না দেখে কষ্ট হয়,
দেখা হ'লে স্বস্তি অনেক
যদিও এই দেখা, না দেখা দু'টোই
তরঙ্গের তালমিল কিন্তু বাস্তব।
ভার্চুয়াল প্রমাণ করে দিয়েছে
যা নেই তাও আসলে খুব বেশি আছে
অন্য মাত্রায়।
এই সব যা আমরা করি দিনরাত
মুঠো মুঠো তরঙ্গের কারবার,
বুঝিয়ে দিয়েছে আবার
সম্পর্কের আরেকটা নাম মায়া,
মুঠোয় এসেও পাশে আসে না
তবু না পেলে ব্যথায় মুচড়ে ওঠে কায়া।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন