ভোরের লেখা
কবি - শুভশ্রী রায়
দু’টো দিনের মধ্যে বয়ে যায় কালো নদী
রাত বলে তাকে আমরা ডাকিও বা যদি
সেও নিজেকে ভোরের কাছে সঁপে নিত্য
সম্পদকামী সে, আলো তার কাম্য বিত্ত।
দু’টো দিনের মধ্যে বয়ে যায় কালো নদী
রাত বলে তাকে আমরা ডাকিও বা যদি
সেও নিজেকে ভোরের কাছে সঁপে নিত্য
সম্পদকামী সে, আলো তার কাম্য বিত্ত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন