শুভশ্রী রায়

কবিতা - ভ্রষ্টার চাঁদ-ছড়া

লেখক: শুভশ্রী রায়
ধরণ: ছড়া

কোনো এক রূপের রাতে
কবিয়ত্রী অতি কাব্যে মাতে
মিলও জোটে হাতে হাতে
মিলে-মিশে ছন্দ সাথে।
সে তো হয় চাঁদিন জাতে
কলম ডোবায় চাঁদের তাতে
সে নারী বড় পৃথক ধাতে
সঙ্গম তার চাঁদের সাথে
আহাহা, জ্যোৎস্না-রাতে!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন