প্রথম বসতি ২
সৈয়দ শামসুল হক
কেউ কেউ বলে
অই যে দূরের দূরে একসার বাড়ি, অই যে দরোজা সব,
পর্দা ওড়ে পতাকার মতো,
ওখানে সবাই আছে।
চলো হে সৈয়দ হক,
চলো যাই
আবার জমাই ।
অই যে দূরের দূরে একসার বাড়ি, অই যে দরোজা সব,
পর্দা ওড়ে পতাকার মতো,
ওখানে সবাই আছে।
চলো হে সৈয়দ হক,
চলো যাই
আবার জমাই ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন