অনেক বড় পীর আমি,
চেহারাতে নূরের ঝলক।

আমি তাণ্ডবের অসুর,
মহাধ্বংসের শক্তি আমার।

তাই আমি মুখ চেপে রেখে—
নারী-শিশুর মাতৃভাষার খেয়াল রাখি,
বাক‌ স্বাধীনতার পরীক্ষা নেই।

এক হাতে ক্ষমতার জোর,
অপরটাতে খোদার দেওয়া জোর—
দিয়ে ছিন্নভিন্ন করে খাই তাদের শরীর,
শাস্তি দেই তাদের পাপের।

কাফনে রঙিন কালি দিয়ে
লিখে দেই আমার মহাত্য।

তারপর—
কোন মূর্তির আড়ালে থাকে ধর্ষিতা,
কোন বেড়ার পেছনে জ্বলে চিতা,
কোন অন্ধকারে চাপা থাকে দেহ।
এসবের খবর নেই না।

ক্ষমতার লিফলেট নিম্নাঙ্গে টাঙিয়ে
আইনের সামনে দাঁড়িয়ে থাকি।

আর তোমরা?
তোমরা বড়ই অসহায়,
যুগের পর যুগ খুনির মেলে না খোঁজ।
তোমরা নেড়ি কুকুরের মতো—
সেটা মেনে নাও রোজ।

পরে পড়বো
১৬
মন্তব্য করতে ক্লিক করুন