লেখক পরিচিতি

নাম |
- আবুল হাসান |
জন্ম তারিখ |
- ০৪ আগস্ট ১৯৪৭ |
জন্মস্থান |
- গোপালগঞ্জ, বাংলাদেশ |
বর্তমান নিবাস |
- যুক্ত হয়নি |
আবুল হাসান (জন্ম: ৪ আগস্ট ১৯৪৭ – ২৬ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি ষাটের দশকের সঙ্গে চিহ্নিত। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া আর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি ষাটের দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তুরের দশকেও গীতল কবিতার জন্য উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেন।