লেখক পরিচিতি

এ কে দাস মৃদুল

নাম

- এ কে দাস মৃদুল

জন্ম তারিখ

- ২০ আগস্ট ১৯৭৪

জন্মস্থান

- রাজারবাগ, ঢাকা, বাংলাদেশ

বর্তমান নিবাস

- মাদারটেক, ঢাকা, বাংলাদেশ

জন্ম (২০শে আগস্ট ১৯৭৪) বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং ঢাকার নিউ হরাইজন্স কম্পিউটার লার্নিং সেন্টার থেকে ই-কমার্সে ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি এশিয়া প্যাসিফিক টেক্সট্রেড লিমিটেডে একাউন্টস এবং কমার্শিয়াল ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন এবং পরিবারের সাথে ঢাকার মাদারটেক এলাকায় বসবাস করছেন। লেখালেখির জীবন শুরু করেন স্কুলের দেয়ালিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর, ছন্দারোহণী ও ছন্দামৃত চারটি স্বতন্ত্র পদ্ধতিতে কবিতা লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ সালের গ্রন্থমেলায় প্রথম কাব্যগ্রন্থ "প্রহর কাটে নীলকণ্ঠের ভালোবাসায়" প্রকাশিত হয় জয়তী পাবলিকেশন থেকে এবং ২০১৫ সালের গ্রন্থমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ সম্পূর্ণ সিঁড়ি পদ্ধতিতে "হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী" কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রিয় প্রকাশ থেকে। ২০১৪ সালে তিনি আমেরিকার পোয়েট্রি সুপ ডট কম এর কবিতা প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার গ্লোরি সম্মাননায় ভূষিত হন এবং ২০২২ সালে প্রিয় প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি'র পক্ষ থেকে শ্রেষ্ঠ কবি হিসাবে পুরস্কৃত হন।

কবি এ কে দাস মৃদুল - এর কবিতা সমগ্র