লেখক পরিচিতি

নাম |
- বোরহানুল ইসলাম লিটন |
জন্ম তারিখ |
- ১৫ আগস্ট ১৯৭৫ |
জন্মস্থান |
- কয়েড়া, আত্রাই, নওগাঁ, বাংলাদেশ। |
বর্তমান নিবাস |
- পাঁচুপুর, আত্রাই, নওগাঁ, বাংলাদেশ। |
কবির জন্ম ১৫ আগষ্ট, ১৯৭৫ইং, নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই থানধীন ’কয়েড়া’ গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা মরহুমা লুৎফুন নেছা গৃহিনী। বর্তমানে কবি একই থানাধীন ’পাঁচুপুর’ গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটাই নিভৃতচারী লেখিয়ে।