লেখক পরিচিতি

নাম |
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ |
জন্ম তারিখ |
- ১৬ অক্টোবর ১৯৫৬ |
জন্মস্থান |
- বাগেরহাট, বাংলাদেশ |
বর্তমান নিবাস |
- যুক্ত হয়নি |
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"।