আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অসীম; আল্লাহর কোন তুলনা নেই। আল্লাহ যাকে যা ইচ্ছা দান করেন, যার যা ইচ্ছা কেড়ে নেন।আল্লাহর কোন শরীক নেই। আল্লাহ মাটি থেকে গাছপালা বানান আবার গাছপালা থেকে মাটি বানান।
আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন: হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চলার সামর্থ্য দিয়েছেন ; দিয়ে বলেছেন, এবার আমার ইবাদত কর,আমার ইবাদত না করলে পরিণাম জাহান্নাম। সে জাহান্নাম স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন । সে জাহান্নামে কত আগুন তা শুধু আল্লাই জানে।
আল্লাহর অনেক নাম: রহিম, রহমান, কুদরত, খোদা।মানুষ যে নামে ইচ্ছা তাকে ডাকতে পারে। আল্লাহ বলেছেন, আমার ইবাদত কর, পরিণামে কি দিতে হবে সেটা আমি ভাল জানি।
সারাক্ষণ শুধু আল্লাহর নাম নিতে হয়।তানাহলে যে পরিণাম জাহান্নাম এ কথা আমাদের মনে রাখতে হবে।
আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তিনি আগুনও সৃষ্টি করতে পারেন।
আল্লাহর শুধু ইবাদত করলেই হয়না,কথা, কাজ, কর্ম সবকিছুতে আল্লাহকে শিরোমণি মানতে হবে। তাহলে আল্লাহ আমাদের উপর তার রহমত উত্তরোত্তর উত্তরোত্তর বৃদ্ধি করে দেবেন।
মন্তব্য করতে ক্লিক করুন