বড় সুন্দর তুমি। সুন্দর নীল আকাশের মত, সুন্দর হুরপরী’র মত। কেন এত সুন্দর জানতে চেয়েছিলাম হুরপরীর কাছে। বলে এ আমি জানব কি করে! তাহলে তুমি কিসের সুন্দরী? আমার পক্ষে এ জানা সম্ভব নয়।শেষ পর্যন্ত গেলাম বনের হরিণীর কাছে। বলে, এ আমার পক্ষে কোনদিনই সম্ভব নয়।কেন কেন? আমি বনের হরিণী কি করে সম্ভব! শেষ পর্যন্ত উত্তর দিল একটি বাঁকা ডাহুক পাখি।এই তোমার ডানা এত বাঁকা কেন? এই জন্যইতো আমি জানি।সে কি? সে গতকাল রাত ভাত খায়নি।রাত ভাত খায়নি মানে? রাত তিনটে হলে সে আর ভাত খায়না। রাত ভাত না খেলে বুঝি সুন্দর লাগে? হ্যাঁ। এই তুমি এখন থেকে নিয়মিত ভাত খেয়ো।

এখন তাকে আরও বেশি সুন্দর লাগে। ‘হায় হায় তুমি কেন এত সুন্দর কে জানি জানে!’

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন