বন্ধু কামাল কেমন আছ জানিনা। তবে তোমার কথা খুব মনে পড়ছে। এইতো সেদিন দেখা হয়েছিল আমরানের সাথে, তোমার কথা জিজ্ঞেস করেছিল, আমি কিছু বলতে পারিনি।বন্ধু কামাল যেখানেই যাই তোমার কথা খুব মনে পড়ে। আমরা দুজন কতকাল একসাথে কাটিয়েছি: সন্ধ্যা হলে হাঁটতে যেতাম, ঘুরতাম, খেতাম। বন্ধু কামাল তোমার কথা খুব মনে পড়ে : তোমার মনে আছে কি একদিন মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম, তুমি টেনে তুলেছিলে!বন্ধু কামাল তোমার মা কেমন আছে? তোমার মাও আমার কথা খুব ভাবত।আমার সাথে তোমাকে না দেখলে কেমন জানি বেহায়ার মত হয়ে যেত। বন্ধু কামাল তুমি খুব ভাল আছ? আমি খুব ভাল নেই, আমার একটি পায়ে ব্যথা, কি যেন এক ব্যথা, কিছুতেই ভাল হচ্ছেনা।বন্ধু কামাল তোমার সন্তান দুটিকে আমার আদর দিও, আমাকে দেখলে কেমন জানি কাক্কু কাক্কু বলে জড়িয়ে ধরত।বন্ধু কামাল তোমার মাকে আমার শুভেচ্ছা জানিয়ো, অনেক বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায়। বন্ধু কামাল তোমার সেই ছিপ কি আছে, তুমি মাছ ধরতে আমি লাফাতাম? বন্ধু কামাল বাজারে যেতে সাবধান, এখন আর ভাল মানুষ বাজারে যায়না,বাজারে নাকি এক বড় ডাকাত বাসা বেঁধেছে? বন্ধু কামাল যখনই যা কর নামাজ পড়তে ভুলনা, নামাজ আল্লার দান।বন্ধু কামাল রাত নয়টা বাজে সাপ বের হয়, ভুলেও সেখানে ( কোন এক জায়গা) যেওনা। বন্ধু কামাল আর যাই কর ঘুম মিস্ কোরোনা, ঘুম মিস্ করলে তুমি মরে যাবে ( ঐ যে ডাক্তার বলেছিল)। বন্ধু কামাল বাড়ির পাশে খেজুর তলা, সেখানে কি যাও? কত বড় বড় খেজুর ধরে!বন্ধু কামাল আর কি লিখব, আজ এখানেই শেষ, পারলে উত্তর দিও।
‘বন্ধু কামাল’।
মন্তব্য করতে ক্লিক করুন