গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল নিয়ে কিছু কথা
গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল নিয়ে কিছু কথা
মোঃ আরিফ হোসেন

আলোচনা - গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল নিয়ে কিছু কথা

লেখক: মোঃ আরিফ হোসেন
প্রকাশ - বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। কবিতাগুলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপিত। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন সর্দার। বইটি পাবেন:

মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা,
শাহানা প্রকাশনীর লাইব্রেরি নীলক্ষেত ঢাকা
জাহানারা বুক হাউজ লিয়াকত এভিনিউ মার্কেট, বাংলাবাজার, সদরঘাট, ঢাকা,

রকমারি ডট কম এ।

এছাড়া আমার ব্যক্তিগত ইমেইল এড্রেস [email protected] এ আমাকে মেইল করতে পারেন।

বইটি আপনাকে আনন্দের অপার দিগন্তে নিয়ে যাবে।

৭৫৬

প্রকাশিত মন্তব্য গুলো

  1. সুন্দর

  2. চমৎকার

  3. সুন্দর, অনন্য

মন্তব্য করতে ক্লিক করুন