তুমি যখন হাসতে থাক মনে হয় সারা পৃথিবী হাসছে। অথচ আজ তুমি একটুও হাসলেনা, তাহলে আমি কি বলব? পৃথিবী হারিয়ে গেছে! পৃথিবী তো হারায়না! তাহলে? হারিয়ে গেছ তুমি, যেথায় কেউ নেই এমন এক জায়গায় হারিয়েছ।দোহাই তোমার আর হারিয়োনা।তুমি হারালে যে আমি হেরে যাই।আমি তোমাকে অনেক ভালবাসি এ কথা কেন বোঝনা! বুঝার চেষ্টা কর আমি তোমাকে অনেক ভালবাসি, এত বেশি ভালবাসি যে ভালবাসার কোন শেষ নেই। তাহলে তুমি হারাবে কেন! তুমি সারাক্ষণ থাক, আমার বুকে বাসা বেঁধে থাক, এমন ভাবে থাক যেন কোনদিন না হারাও।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন