মোঃ আরিফ হোসেন

কবিতা - মহুয়া বাঁশি

মোঃ আরিফ হোসেন

আমি তোমাকে কতখানি ভালবাসি তা কি তুমি জান? জানি, জাননা।তাইতো তুমি হাস, গাও, ফূর্তি কর, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও।আমি তোমাকে ভালবাসি ঠিক মহুয়া বাঁশির মত যে বাঁশি মন চাইলে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে বাজে। তুমি আমার সেই মহুয়া বাঁশি হবে কিনা বল। যদি না হও আমি মরে যাব।

আমি কতকাল মহুয়া নদীর তীরে ঘুরেছি একটি মহুয়া বাঁশির আশায়।তুমি আমার সেই মহুয়া বাঁশি হবে কিনা বল তানাহলে আমি মরে যাব।

৪৪৬

প্রকাশিত মন্তব্য গুলো

  1. খুব সুন্দর

  2. ❤️সুন্দর

মন্তব্য করতে ক্লিক করুন