মোঃ আরিফ হোসেন

কবিতা - আবার একদিন

লেখক: মোঃ আরিফ হোসেন

আবার হাসব, আবার গাইব,আবার ছবি আঁকব, আবার যেখানে ইচ্ছা সেখানে হারিয়ে যাব।

যে আমাকে ভালবাসেনা তাকে ভালবাসব, তার গলায় মালা পরাব।
ইহকাল পরকাল দুকালের চিন্তা করব, নতুন নতুন নাম নেব।
কে কে আমাকে ভালবাসেনা কই এদিকে এসো, তোমাদের চেহারা দেখি -এ সাধনার ঝড় তুলব।

দুয়ে দুয়ে চার হয়, চারে চারে ছয়, না না ছয় নয় নয় এ গানের সুর বইব।

কে কে বেহেশত যাবে, কে কে যাবে দোযখ কই আমাকে বল, আমি তোমাদের সবাইকে বেহশ্ত নেব, বেহেশত কি এতই সোজা কই আমার পাশে বস দেখি বেহেশ্ত নেয়া যায় কিনা- এই হোক মোর সাধনা, সে সাধনার ঢিল ছুঁড়ব।

আমি তোমাকে (প্রিয়া) নিয়ে হারিয়ে যাব অনেক দূরে, সুদূর দূর দেশে যেথায় শুধু বাস করে সাদা বক্।

চোরে চোরে মাসতুতো ভাই আমার মাসতুতো ভাই হবে শুধু সে যে আমাকে ভালবাসে।

রাত বারটার সময় নীল পরী’ আসে, বলব তোমরা একটু দূরে যাও সে (প্রিয়া) এখন কাছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন